তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বেবস্থা নিচ্ছে বিসিবি
- সর্বশেষ আপডেট ০৭:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 71
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক পরিচালকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এইদিকে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা নিতে বিসিবি সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটার তামিম ইকবাল নিজের মতামত প্রকাশ করেন।
এরপরই বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সামাজিক মাধ্যমে তামিমকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন। তার ফেসবুক পোস্টে তিনি লিখেন, “এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো।”
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কোয়াব বিসিবি সভাপতিকে চিঠি ও গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং তাঁকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তাদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাজমুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে বিসিবি’র ওই পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ শুক্রবার (৯ জানুয়ারি) আবারো নিজের ফেসবুক আইডিতে নতুন স্ট্যাটাস দিয়েছেন।
তিনি বলেন , “মুস্তাফিজ ইস্যুতে নিরাপত্তা ঝুঁকির মধ্যে দেশের ক্রিকেটের জন্য তামিমের মন্তব্য আমার ব্যক্তিগত অভিমত, অন্যভাবে নেবেন না।”
































