তানিয়া বৃষ্টির বিদায়ঘণ্টা: অভিনয় ছাড়ছেন
- সর্বশেষ আপডেট ০১:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 242
ছোটপর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বললেন, বিয়ের পর আর অভিনয় নয়; তখনকার জীবনের ফোকাস হবে সংসার, আর সেটিও হবে দেশের বাইরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, “আমার মনে হয়, সংসার আর ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে যাওয়া বেশ কঠিন। তাই অভিনয়কে আরও পাঁচ বছর সময় দিতে চাই। এরপর বিয়ের পর সংসার জীবন বেছে নেব, বিদেশেই থিতু হতে চাই।”
২০১২ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া তানিয়া দ্বিতীয় রানারআপ হন। এরপর বিজ্ঞাপনচিত্র, মডেলিং এবং নাটকে নিয়মিত অভিনয় করে ছোটপর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেন। অভিনয় করেন চলচ্চিত্রেও। তার প্রথম ছবি ‘ঘাসফুল’ হলেও মূল পরিচিতি আসে নাটক থেকেই। ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মে তার অনেক কাজ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
তানিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের কৌতূহল কম নয়। ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন, তবে সেই সংসার টেকেনি। এরপর সহশিল্পী আরশ খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে, যা তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বলেন, “শিল্পীদের মধ্যে বন্ধুত্ব থাকতেই পারে, সেটার ভুল ব্যাখ্যা করা অনুচিত।”
সহশিল্পী মোশাররফ করিম সম্পর্কে বলেন, “তাঁর সঙ্গে কাজ করলে অনেক শেখা যায়, ক্যামেরার সামনে-পেছনে দুই জায়গাতেই।” আর নিলয় আলমগীরকে নিয়ে বলেন, “তিনি আমার ভাইয়ের মতো। আমাদের সম্পর্কে ভুল বোঝার কিছু নেই।”
তানিয়া বৃষ্টির মতে, কাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে বলেই তিনি আগামী পাঁচ বছর অভিনয় চালিয়ে যেতে চান। তবে তারপর বিয়ের পর নিজেকে নতুন করে সাজিয়ে নিতে চান সংসারজীবনে।
এই ঘোষণা ছোটপর্দায় তানিয়ার ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে আপাতত তিনি নাটক, ওটিটি কনটেন্ট ও ইউটিউব প্রজেক্টে ব্যস্ত সময় কাটাচ্ছেন।






































