তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা, তদন্তে ডিবি
- সর্বশেষ আপডেট ০৮:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 131
জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর নির্বাহী মো. আমিনুল ইসলাম এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে ডিবি পুলিশকে এবং আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’র একটি শাড়ি ২৮ হাজার ৮০০ টাকায় গ্রহণ করেন। পরে তিনি শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের প্রতিশ্রুতি দিলেও তা পালন করেননি। দীর্ঘ ১০ মাস অতিবাহিত হওয়ার পরও তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, তানজিন তিশা ইচ্ছাকৃতভাবে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন মঞ্জুর করেছেন।
































