পবার তীব্র নিন্দা ও প্রতিবাদ
তাজউদ্দিন স্মৃতি পার্ক আবারও দখলদার ক্লাবের হাতে
- সর্বশেষ আপডেট ১০:২২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 191
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব পুনরায় গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে পরিবেশবিষয়ক নাগরিক সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত শহীদ তাজউদ্দিন আহমদের স্মৃতির প্রতি চরম অবমাননা এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি স্পষ্ট অবস্থান।
ডিএনসিসির সভায় নেওয়া এ সিদ্ধান্ত এমন সময় এলো, যখন দেশের পরিবেশবাদী, নাগরিক সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই দখলদার ক্লাবের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। পবার দাবি, ডিএনসিসি তাদের দায়িত্বজ্ঞানহীন ও গণবিরোধী ভূমিকার মাধ্যমে দখলবাজির পক্ষে অবস্থান নিয়েছে।
পবা জানিয়েছে, গুলশান ইয়ুথ ক্লাব অতীতে পার্কের একটি বড় অংশ দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। ফুটবল টার্ফ বসিয়ে পার্কের প্রাকৃতিক অবকাঠামো নষ্ট করেছে, গাছ কেটেছে এবং পার্কের পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে। আদালতের নির্দেশনা এবং ‘মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ আইন’ লঙ্ঘন করেও সিটি কর্পোরেশন আবারও তাদের হাতে পার্কের নিয়ন্ত্রণ তুলে দিয়ে পরিবেশ, নাগরিক অধিকার এবং শহরের বাস্তুসংস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
পবা মনে করে, গুলশান, বনানীসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ৬টি মাঠ-পরিচালনার দায়িত্ব কিছু ক্লাব ও ব্যবসায়িক সংগঠনের হাতে দিয়ে সিটি কর্পোরেশন একটি দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতমূলক নীতিমালার অনুসরণ করেছে। এরমধ্যে ৩টি মাঠের অপারেটরের নাম আন্দোলনের মুখে প্রত্যাহার করা হলেও শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ককে রক্ষা করা যায়নি। গুলশান ইয়ুথ ক্লাবের দখল অব্যাহত থাকায় এটি পরিবেশ রক্ষায় এক ভয়াবহ ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

সংগঠনটি আরও বলেছে, মাঠ ব্যবস্থাপনার নামে ক্লাবকে জমি ব্যবহারের লাইসেন্স দেওয়া মানে হলো, নাগরিক স্বার্থের বিরোধী কার্যক্রমকে বৈধতা দেওয়া। পবা মনে করে, এটি দেশের পরিবেশ আন্দোলনের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
পবার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে সকল সর্বজনীন পার্ক ও মাঠ, আদালতের নির্দেশনা এবং সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালনার দাবি জানাই। ক্লাব বা বাণিজ্যিক অপারেটরের নামে জনগণের পার্ক আর কখনো যেন হস্তান্তর না হয়, তা নিশ্চিত করতে হবে।”
পবা অবিলম্বে গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়া পার্ক ব্যবস্থাপনার সিদ্ধান্ত বাতিল এবং শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ককে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে। একইসাথে অন্যান্য দখলদার ক্লাব ও অপারেটরদের চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে তারা।
































