ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল বাতিলের দাবিতে আওয়ামী লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 107

তফসিল বাতিলের দাবিতে আওয়ামী লীগের মশাল মিছিল

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নির্বাচন তফসিল বাতিলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার রাতে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা–শরীয়তপুর সড়কের মিরাশা এলাকায় রাত ৮টার দিকে মিছিলটি অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, মিছিলে প্রায় দুই শতাধিক কর্মী ও সমর্থক অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে জ্বালানো মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত তফসিলকে অবৈধ বলে দাবি উত্থাপন করেন। সদর উপজেলার আরও কিছু স্থানে একই ধরনের মিছিল হয় বলে জানা গেছে, যদিও সেসব ঘটনার বিস্তারিত তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি।

মিছিলের ভিডিও নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীদের অনেকে পরিচয় গোপন রাখতে মুখে মাস্ক পরেছিলেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অংশগ্রহণকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সন্দেহজনক আচরণের কারণে একজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ৬৫টি মশাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তফসিল বাতিলের দাবিতে আওয়ামী লীগের মশাল মিছিল

সর্বশেষ আপডেট ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নির্বাচন তফসিল বাতিলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার রাতে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা–শরীয়তপুর সড়কের মিরাশা এলাকায় রাত ৮টার দিকে মিছিলটি অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, মিছিলে প্রায় দুই শতাধিক কর্মী ও সমর্থক অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে জ্বালানো মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত তফসিলকে অবৈধ বলে দাবি উত্থাপন করেন। সদর উপজেলার আরও কিছু স্থানে একই ধরনের মিছিল হয় বলে জানা গেছে, যদিও সেসব ঘটনার বিস্তারিত তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি।

মিছিলের ভিডিও নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীদের অনেকে পরিচয় গোপন রাখতে মুখে মাস্ক পরেছিলেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অংশগ্রহণকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সন্দেহজনক আচরণের কারণে একজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ৬৫টি মশাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”