ইসি সচিব আখতার আহমেদ
তফসিল ঘোষণা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
- সর্বশেষ আপডেট ০৯:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 88
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন পর্যন্ত তফসিল ঘোষণা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানাচ্ছে, তা শুধুমাত্র তাদের অনুমান বা দায়বদ্ধতাহীন বক্তব্য।
আখতার আহমেদ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ফসিল চূড়ান্ত করার আগে ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ সভা করার কথা রয়েছে। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ঐতিহ্যগত সাক্ষাৎ শেষে পরের দিন তফসিল ঘোষণা করার চূড়ন্ত প্রস্তুতি চলছে।
এইবার সংসদ নির্বাচন ও গণভোট এক দিনেই করার পরিকল্পনা রয়েছে। ভোটদানে দুইটি পৃথক ব্যালট ব্যবহার হবে — একটির মাধ্যমে সংসদ নির্বাচনের প্রার্থী-প্রতীক, আর অন্যটির মাধ্যমে হবে গণভোটের প্রশ্ন-উত্তর।
ইসি চিন্তা করছে, ভোটকেন্দ্রগুলোতে গোপন ভোটকক্ষে সংখ্যা বাড়ানো এবং ভোটকক্ষের সময় এক ঘণ্টা বাড়ানোর। এতে ভোটগ্রহণ সম্ভবত সকাল ৭:৩০টা থেকে শুরু হয়ে বিকেল ৪:৩০টা পর্যন্ত চালানো যেতে পারে।
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র দাখিল, প্রার্থীদের প্রতীক বন্টন, প্রচার শুরু, এবং ভোটারদের জন্য পোস্টাল-ভোটসহ ভ্যালিডেশন সিস্টেম কার্যকর হবে। ইসি ইতোমধ্যে প্রয়োজনীয় আইন সংশোধনী ও প্রস্তুতি শুরু করেছে।
































