তফসিলের আগেই গণভোটের দাবি জামায়াতের
- সর্বশেষ আপডেট ০৪:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 77
জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, এই প্রক্রিয়া দ্রুত শুরু হলে নির্বাচনী সময়সূচির সঙ্গে কোনো সংঘাত তৈরি হবে না।
রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য দেন।
গণভোটের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে জানতে চাইলে হামিদুর রহমান আযাদ বলেন, “জনগণ গণভোট প্রক্রিয়ার সঙ্গে খুব পরিচিত নয়। তাই আমরা মনে করি, নভেম্বর বা ডিসেম্বর মাসে এটা আয়োজন করা যেতে পারে। তফসিল ঘোষণার আগেই যদি গণভোট হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনেও কোনো বাধা থাকবে না। এতে দেশ ও জনগণ— উভয়েই জটিল পরিস্থিতি থেকে রক্ষা পাবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি রচনার জন্য গণভোটই সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। এটি একবার পাস হয়ে গেলে তা চ্যালেঞ্জ করলেও টিকবে না। সংসদও সেটি বাতিল করতে পারবে না।”
বিএনপির সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, “বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। গণভোটের ফলাফল যদি আমাদের বিপক্ষে যায়, তবুও আমরা সেটি মেনে নেব।”
সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, “আমরা সবসময় সংস্কারের পক্ষে ছিলাম। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট আয়োজনের বিষয়ে কমিশনের বৈঠকে অংশ নেওয়া প্রায় সবাই একমত হয়েছেন।”
































