ঢাবি ছাত্রীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যে তদন্ত কমিটি
- সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 79
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, ১ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের মনোনয়ন চ্যালেঞ্জ করেন শিক্ষার্থী বি এম ফাহমিদা আলম। এর পরপরই সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র আলী হুসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেন।
ঘটনার পর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং অপরাজেয় ৭১–অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান লিখিতভাবে প্রক্টরের কাছে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আবেদন করেন।
এ আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। সদস্য হিসেবে থাকছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।
প্রক্টর দফতর জানিয়েছে, তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।































