ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ছাত্রীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 79

ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, ১ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের মনোনয়ন চ্যালেঞ্জ করেন শিক্ষার্থী বি এম ফাহমিদা আলম। এর পরপরই সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র আলী হুসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেন।

ঘটনার পর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং অপরাজেয় ৭১–অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান লিখিতভাবে প্রক্টরের কাছে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আবেদন করেন।

এ আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। সদস্য হিসেবে থাকছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।

প্রক্টর দফতর জানিয়েছে, তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাবি ছাত্রীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যে তদন্ত কমিটি

সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, ১ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের মনোনয়ন চ্যালেঞ্জ করেন শিক্ষার্থী বি এম ফাহমিদা আলম। এর পরপরই সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র আলী হুসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেন।

ঘটনার পর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং অপরাজেয় ৭১–অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান লিখিতভাবে প্রক্টরের কাছে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আবেদন করেন।

এ আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। সদস্য হিসেবে থাকছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।

প্রক্টর দফতর জানিয়েছে, তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।