ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সর্বশেষ আপডেট ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 147

ঢাবি ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রার্থীদের লাগানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের গঠিত টাস্কফোর্সের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে এগুলো অপসারণ করে।

সাক্ষ্যে দেখা গেছে, টিএসসি ও কয়েকটি হলের ফটকে ঝোলানো ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’সহ একাধিক প্যানেলের প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন প্রশাসনের গাড়িতে তোলা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন জানান, আচরণবিধি নিয়ে বিভ্রান্তির কারণে অনেক প্রার্থী ফেস্টুন লাগিয়েছিলেন। তাদের জানানো হয়েছিল, ফেস্টুন নিজেরা সরাতে। কিন্তু অনেকে না সরায় টাস্কফোর্স ও প্রক্টরিয়াল টিম তা নামিয়ে ফেলেছে।

আচরণবিধির ধারা ৭(ক) অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করার অনুমতি আছে। কাপড়, পিভিসি বা অন্য কোনো মাধ্যমে ব্যানার-ফেস্টুন টাঙানো নিষিদ্ধ।

এর আগে বিকেল ৩টার মধ্যে এসব ব্যানার-ফেস্টুন সরাতে প্রার্থীদের নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই প্রশাসন এগুলো অপসারণ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাবি ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল প্রশাসন

সর্বশেষ আপডেট ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রার্থীদের লাগানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের গঠিত টাস্কফোর্সের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে এগুলো অপসারণ করে।

সাক্ষ্যে দেখা গেছে, টিএসসি ও কয়েকটি হলের ফটকে ঝোলানো ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’সহ একাধিক প্যানেলের প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন প্রশাসনের গাড়িতে তোলা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন জানান, আচরণবিধি নিয়ে বিভ্রান্তির কারণে অনেক প্রার্থী ফেস্টুন লাগিয়েছিলেন। তাদের জানানো হয়েছিল, ফেস্টুন নিজেরা সরাতে। কিন্তু অনেকে না সরায় টাস্কফোর্স ও প্রক্টরিয়াল টিম তা নামিয়ে ফেলেছে।

আচরণবিধির ধারা ৭(ক) অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করার অনুমতি আছে। কাপড়, পিভিসি বা অন্য কোনো মাধ্যমে ব্যানার-ফেস্টুন টাঙানো নিষিদ্ধ।

এর আগে বিকেল ৩টার মধ্যে এসব ব্যানার-ফেস্টুন সরাতে প্রার্থীদের নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই প্রশাসন এগুলো অপসারণ করে।