ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে রাজাকারদের ছবি সরালো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 238

ছাত্র আন্দোলনে নতি স্বীকার শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের স্মরণ করে ছবি সংবলিত ব্যানার টানায় তীব্র প্রতিবাদে মুখর হন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সরিয়ে নেয়।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় তারা শাস্তিপ্রাপ্ত রাজাকারদের ছবি যুক্ত করে একটি ব্যানার প্রদর্শন করে। বিষয়টি নজরে আসার পর বামপন্থী ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ তীব্র প্রতিবাদ জানায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজাকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে উঠে আসে “আমার মাটি আমার মা, রাজাকারের হবে না”, “স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার”, “একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই” ইত্যাদি।

প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত হয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। পরে তারা রাজি হলে ব্যানারটি খুলে নিয়ে যাওয়া হয় প্রক্টর অফিসে।

ঢাবিতে রাজাকারদের ছবি সরালো প্রশাসন
ঢাবিতে রাজাকারদের ছবি সরালো প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিষয়টি নিয়ে অভিযোগ করে। আমরা শিবিরের নেতাদের ডেকে আলোচনা করি এবং তারা বিষয়টি সরিয়ে নিতে সম্মত হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “আমরা আগে থেকে জানতাম না তারা এমন কিছু করছে। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিই এবং সহকারী প্রক্টরকে পাঠিয়ে বিষয়টি সরিয়ে নেওয়া হয়।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করলেও তারা প্রশ্ন রাখেন; স্বাধীনতাবিরোধীদের এভাবে প্রকাশ্যে স্মরণ করার সুযোগ কেন থাকবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে?

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাবিতে রাজাকারদের ছবি সরালো প্রশাসন

সর্বশেষ আপডেট ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের স্মরণ করে ছবি সংবলিত ব্যানার টানায় তীব্র প্রতিবাদে মুখর হন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সরিয়ে নেয়।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় তারা শাস্তিপ্রাপ্ত রাজাকারদের ছবি যুক্ত করে একটি ব্যানার প্রদর্শন করে। বিষয়টি নজরে আসার পর বামপন্থী ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ তীব্র প্রতিবাদ জানায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজাকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে উঠে আসে “আমার মাটি আমার মা, রাজাকারের হবে না”, “স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার”, “একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই” ইত্যাদি।

প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত হয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। পরে তারা রাজি হলে ব্যানারটি খুলে নিয়ে যাওয়া হয় প্রক্টর অফিসে।

ঢাবিতে রাজাকারদের ছবি সরালো প্রশাসন
ঢাবিতে রাজাকারদের ছবি সরালো প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিষয়টি নিয়ে অভিযোগ করে। আমরা শিবিরের নেতাদের ডেকে আলোচনা করি এবং তারা বিষয়টি সরিয়ে নিতে সম্মত হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “আমরা আগে থেকে জানতাম না তারা এমন কিছু করছে। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিই এবং সহকারী প্রক্টরকে পাঠিয়ে বিষয়টি সরিয়ে নেওয়া হয়।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করলেও তারা প্রশ্ন রাখেন; স্বাধীনতাবিরোধীদের এভাবে প্রকাশ্যে স্মরণ করার সুযোগ কেন থাকবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে?