ঢাবিতে টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট উদযাপিত
- সর্বশেষ আপডেট ০৭:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 152
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ‘১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট ২০২৫’ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। যেখানে শিক্ষার্থী, শিক্ষক, নীতিনির্ধারক ও পর্যটন শিল্পের বিভিন্ন ব্যক্তির অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. সন্তোষ কুমার দেব এবং সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল আলম খন্দকার। এ বছরের আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের দ্রুত বিকাশমান পর্যটন ও আতিথেয়তা শিল্পের পেশাদার প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মূল্যবান আলোচনা ও দিকনির্দেশনা প্রদানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি। ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল্লাহ আহমেদ।
প্যানেল আলোচনায় দেশের পর্যটন ও হসপিটালিটি শিল্পের শীর্ষ ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। আলোচকদের মধ্যে ছিলেন- ট্যুরিস্ট পুলিশ-এর অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা (পিপিএম, বার), সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, এফআইএইচ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (TOAB) প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বোর্ডের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সিইও শাকাওয়াত হোসেন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি তৌফিক রহমান, এবং ছুটি রিসোর্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস।
বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি সেক্টরের উন্নয়নে দক্ষ ও সৃজনশীল তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাত শুধু দেশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস নয়, বরং কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম চালিকাশক্তি হিসেবেও ভূমিকা রাখছে।
প্যানেল আলোচনায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল টেকসই পর্যটন, মানবসম্পদ উন্নয়ন, দেশীয় ব্র্যান্ডিং এবং গ্লোবাল মার্কেটে বাংলাদেশের অবস্থান। বক্তারা তরুণদের আহ্বান জানান, তারা যেন নিজেদের জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের পেশাজীবী হিসেবে গড়ে ওঠেন।
বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল আলম খন্দকার বলেন, “এই ধরনের একাডেমিক ও শিল্পখাতের সমন্বিত আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও প্রস্তুতিকে সমৃদ্ধ করে, যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।”
দিনব্যাপী এই আয়োজনের বিভিন্ন পর্বে ক্যারিয়ার কাউন্সেলিং, প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সৃজনশীল প্রদর্শনী দর্শকদের দৃষ্টি কাড়ে। অনুষ্ঠানের সমাপনীতে অংশগ্রহণকারী অতিথি ও শিক্ষার্থীরা বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





































