ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে চারুকলার শরৎ উৎসব সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 102

ঢাবিতে চারুকলার শরৎ উৎসব সাময়িক স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম জানিয়েছেন, শরৎ উৎসব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে বাতিল করা হয়নি। অনুষ্ঠানটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আগামীকাল একটি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিন আজহারুল ইসলাম বলেন, “অনেকের আপত্তি এবং গন্ডগোলের ইঙ্গিত পেয়ে আমরা এই অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করেছি। ফোনে অনেকেই জানিয়েছে, আমরা যদি অনুষ্ঠান করি তাহলে ফ্যাসিবাদের দোসরদের সুযোগ দেওয়া হবে।”

অন্যদিকে আয়োজক সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী বলেন, তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আপত্তি তোলা হয়েছে, অথচ তিনি কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি জানান, ১৯ বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে এবং এটি কেবল প্রকৃতির বন্দনার অনুষ্ঠান।

ছোট পরিসরে গেন্ডারিয়ার কচিকাঁচার মাঠে আয়োজনের চেষ্টা হলেও পুলিশ সেখানে আয়োজন বন্ধ করে দেয়। মানজার চৌধুরী বলেন, “এটি আমাদের আতঙ্কিত করেছে এবং সারা বিশ্বের কাছে বাজে ইঙ্গিত গেছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাবিতে চারুকলার শরৎ উৎসব সাময়িক স্থগিত

সর্বশেষ আপডেট ০৮:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম জানিয়েছেন, শরৎ উৎসব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে বাতিল করা হয়নি। অনুষ্ঠানটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আগামীকাল একটি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিন আজহারুল ইসলাম বলেন, “অনেকের আপত্তি এবং গন্ডগোলের ইঙ্গিত পেয়ে আমরা এই অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করেছি। ফোনে অনেকেই জানিয়েছে, আমরা যদি অনুষ্ঠান করি তাহলে ফ্যাসিবাদের দোসরদের সুযোগ দেওয়া হবে।”

অন্যদিকে আয়োজক সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী বলেন, তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আপত্তি তোলা হয়েছে, অথচ তিনি কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি জানান, ১৯ বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে এবং এটি কেবল প্রকৃতির বন্দনার অনুষ্ঠান।

ছোট পরিসরে গেন্ডারিয়ার কচিকাঁচার মাঠে আয়োজনের চেষ্টা হলেও পুলিশ সেখানে আয়োজন বন্ধ করে দেয়। মানজার চৌধুরী বলেন, “এটি আমাদের আতঙ্কিত করেছে এবং সারা বিশ্বের কাছে বাজে ইঙ্গিত গেছে।”