ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৪ আসনে থাকার দাবিতে কাউন্দিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 215

ঢাকা-১৪ আসনে থাকার দাবিতে কাউন্দিয়ায় মানববন্ধন

ঢাকা-১৪ আসনের অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা তাদের ঐতিহাসিক ও প্রশাসনিক অধিকার রক্ষায় আজ শুক্রবার জোরালো দাবি জানিয়েছেন। নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় ইউনিয়নটিকে ঢাকা-১৪ আসনের অংশ হিসেবেই রাখার দাবিতে দিযাবাড়ি মোর প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুপুর ৩টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কাউন্দিয়ার সর্বস্তরের মানুষ অংশ নেন। ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, যুবক-বৃদ্ধসহ হাজারো সাধারণ জনতা একত্রিত হয়ে “ঢাকা-১৪ থেকে কাউন্দিয়াকে বিচ্ছিন্ন করা চলবে না” – এই স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। বক্তারা জোর দিয়ে বলেন, প্রজন্ম পরম্পরায় ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত কাউন্দিয়ার জনগণের ভোটাধিকার, উন্নয়ন ও পরিচয় এই আসনের সাথেই জড়িত। নির্বাচন কমিশনের কাছে তাঁদের দাবি একটিই: পূর্বের ন্যায় ইউনিয়নটিকে ঢাকা-১৪ আসনেই সংরক্ষণ করতে হবে।

স্থানীয় কাউন্দিয়া ইউনিয়নবাসী বলেন, “কাউন্দিয়াকে অন্য আসনে সরানোর অর্থ স্থানীয় জনগণের ভৌগোলিক ও প্রশাসনিক সুবিধার প্রতি চরম অবিচার।” বক্তারা সতর্ক করে দিয়ে যোগ করেন, এই দাবি বাস্তবায়িত না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনি লড়াইয়ের পথও খোলা রাখা হয়েছে। মানববন্ধন শেষে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠানো হয়।

এই আন্দোলন কাউন্দিয়াবাসীর গভীর ঐক্য ও নিজেদের রাজনৈতিক-প্রশাসনিক অধিকার রক্ষায় দৃঢ় প্রত্যয়কে তুলে ধরেছে। সকল পক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-১৪ আসনে থাকার দাবিতে কাউন্দিয়ায় মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৬:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

ঢাকা-১৪ আসনের অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা তাদের ঐতিহাসিক ও প্রশাসনিক অধিকার রক্ষায় আজ শুক্রবার জোরালো দাবি জানিয়েছেন। নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় ইউনিয়নটিকে ঢাকা-১৪ আসনের অংশ হিসেবেই রাখার দাবিতে দিযাবাড়ি মোর প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুপুর ৩টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কাউন্দিয়ার সর্বস্তরের মানুষ অংশ নেন। ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, যুবক-বৃদ্ধসহ হাজারো সাধারণ জনতা একত্রিত হয়ে “ঢাকা-১৪ থেকে কাউন্দিয়াকে বিচ্ছিন্ন করা চলবে না” – এই স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। বক্তারা জোর দিয়ে বলেন, প্রজন্ম পরম্পরায় ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত কাউন্দিয়ার জনগণের ভোটাধিকার, উন্নয়ন ও পরিচয় এই আসনের সাথেই জড়িত। নির্বাচন কমিশনের কাছে তাঁদের দাবি একটিই: পূর্বের ন্যায় ইউনিয়নটিকে ঢাকা-১৪ আসনেই সংরক্ষণ করতে হবে।

স্থানীয় কাউন্দিয়া ইউনিয়নবাসী বলেন, “কাউন্দিয়াকে অন্য আসনে সরানোর অর্থ স্থানীয় জনগণের ভৌগোলিক ও প্রশাসনিক সুবিধার প্রতি চরম অবিচার।” বক্তারা সতর্ক করে দিয়ে যোগ করেন, এই দাবি বাস্তবায়িত না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনি লড়াইয়ের পথও খোলা রাখা হয়েছে। মানববন্ধন শেষে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠানো হয়।

এই আন্দোলন কাউন্দিয়াবাসীর গভীর ঐক্য ও নিজেদের রাজনৈতিক-প্রশাসনিক অধিকার রক্ষায় দৃঢ় প্রত্যয়কে তুলে ধরেছে। সকল পক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।