ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ আসনে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 78

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১১ ও ঢাকা-১৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, ঢাকা-১১ আসনে প্রার্থী হয়েছেন মো. নাহিদ ইসলাম, এবং ঢাকা-১৮ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া ঢাকা-৯ আসনে প্রার্থী হয়েছেন ডা. তাসনিম জারা। তিনজন প্রার্থী সবাই শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

প্রার্থীদের মধ্যে পঞ্চগড়-১: মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ, লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান, রংপুর-১: মো. আল মামুন, রংপুর-৪: আখতার হোসেন এবং কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।

গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা। তবে আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলে অসন্তোষও রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ আসনে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বশেষ আপডেট ১২:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১১ ও ঢাকা-১৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, ঢাকা-১১ আসনে প্রার্থী হয়েছেন মো. নাহিদ ইসলাম, এবং ঢাকা-১৮ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া ঢাকা-৯ আসনে প্রার্থী হয়েছেন ডা. তাসনিম জারা। তিনজন প্রার্থী সবাই শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

প্রার্থীদের মধ্যে পঞ্চগড়-১: মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ, লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান, রংপুর-১: মো. আল মামুন, রংপুর-৪: আখতার হোসেন এবং কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।

গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা। তবে আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলে অসন্তোষও রয়েছে।