ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 127

ঢাকা মেডিকেলে সেনা মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ নিরাপত্তা হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর একাধিক যান হাসপাতাল এলাকায় প্রবেশ করে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে।

জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালায়। বাম কানের নিচে গুলি লাগায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে আনার সময় হাদির অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। তাকে সিপিআর দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতর এখনো গুলিটি রয়েছে এবং কানের আশপাশে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি হাদির চিকিৎসায় সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি তিনি ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জবান নেওয়া, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলার পেছনে কোনো সমন্বিত পরিকল্পনা থাকলে তা দ্রুত বের করতে আইন–শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম এক বিবৃতিতে বলেন, তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীকে প্রকাশ্যে গুলি করা অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে বিভিন্ন মহল চেষ্টা চালাচ্ছে, যা প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং একই সঙ্গে হামলার রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা প্রকাশ করতে হবে। সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি তিনি জোর আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা মেডিকেলে সেনা মোতায়েন

সর্বশেষ আপডেট ০৫:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ নিরাপত্তা হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর একাধিক যান হাসপাতাল এলাকায় প্রবেশ করে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে।

জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালায়। বাম কানের নিচে গুলি লাগায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে আনার সময় হাদির অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। তাকে সিপিআর দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতর এখনো গুলিটি রয়েছে এবং কানের আশপাশে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি হাদির চিকিৎসায় সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি তিনি ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জবান নেওয়া, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলার পেছনে কোনো সমন্বিত পরিকল্পনা থাকলে তা দ্রুত বের করতে আইন–শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম এক বিবৃতিতে বলেন, তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীকে প্রকাশ্যে গুলি করা অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে বিভিন্ন মহল চেষ্টা চালাচ্ছে, যা প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং একই সঙ্গে হামলার রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা প্রকাশ করতে হবে। সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি তিনি জোর আহ্বান জানান।