ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
- সর্বশেষ আপডেট ০২:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 65
মুন্সীগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা এক্সপ্রেসওয়েতে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা জানান, প্রাথমিক তালিকায় যাদের মনোনয়ন দেওয়া হয়নি- সেই তিন নেতার পক্ষে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতেই তাদের এই কর্মসূচি।
মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে শনিবার বেলা ১১টার দিকে এক জনসভায় বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন—একই মঞ্চে উঠে মুন্সিগঞ্জ–১ আসনের দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তোলেন।
সমাবেশকে ঘিরে সকাল থেকেই এসব নেতার অনুসারীরা ব্যানার–পোস্টারসহ মিছিল নিয়ে স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। কয়েক হাজার নেতা–কর্মীর উপস্থিতিতে সমাবেশ শেষ হলে প্রায় দুপুর ১টার দিকে তাদের একটি অংশ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ি এলাকায় অবস্থান নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কিছু নেতা–কর্মী সড়ক অবরোধ করে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করেছিলেন। পরে প্রশাসনের অনুরোধ এবং বিএনপির কয়েকজন মনোনয়নপ্রত্যাশী নেতার হস্তক্ষেপে তারা সড়ক থেকে সরে এসে এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন।
উল্লেখযোগ্য যে, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থীদের নাম প্রকাশ করেন। ওই তালিকায় মুন্সিগঞ্জ–১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।
































