ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
- সর্বশেষ আপডেট ০২:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 118
দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
জানা গেছে, ময়মনসিংহে জুলাইযোদ্ধা আবু রায়হানের গায়ে হাত, কটুক্তি ও বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের অবস্থান কর্মসূচির জেরে এ পরিবহন ধর্মঘট চলছে।
বৈষম্যবিরোধীদের অবস্থানের কারণে শনিবার বেলা ১১টা থেকে পরিবহন শ্রমিকরা শহরের বাইপাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস সেখানে আটকা পড়ে।
পরিবহন শ্রমিকদের দাবি, আটক শ্রমিককে মুক্তি দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অভিযোগ উঠেছে, শুক্রবার রাতে আবু রায়হান ইউনাইটেড পরিবহনের বাসে ওঠার সময় বাস শ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান বার বার ‘সরি’ বলার পরেও অরুণ ঝন্টু তার প্রতি ‘অশালীন আচরণ ও কটুক্তি’ করে। এক পর্যায়ে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে শুক্রবার রাত থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। এরপরই ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ।
এর জেরে শনিবার সকালে পরিবহন শ্রমিকরা শহরের বাইপাসে সড়ক অবরোধ করলে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস আটকা পড়ে।




































