ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০
- সর্বশেষ আপডেট ১২:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 102
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, সকালে ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এর কিছুক্ষণের মধ্যেই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের আরেকটি বাসও প্রায় একই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়।
পরে পেছন থেকে আসা নড়াইল এক্সপ্রেসের একটি বাস ডিভাইডারে ধাক্কা খায়। এসময় নড়াইল এক্সপ্রেসের পেছনে থাকা সাকুরা পরিবহনের বাসটি গতি নিয়ন্ত্রণে না রাখতে পেরে নড়াইল এক্সপ্রেসের পেছনে ধাক্কা দেয়।
একযোগে চারটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ক্ষতিগ্রস্ত বাসগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সার্জেন্ট সবুজ মিঞা জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত বাসগুলো উদ্ধারের কাজ চলছে।
































