ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবদেক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 85

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের ঢাকা অচলের লকডাউন কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়েনি। ভোর থেকেই স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস কম দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মহাসড়কের কাচপুর সেতু, শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

দেখা গেছে, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। ফলে লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলাজুড়ে ৪৮৩ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে পরিদর্শন করে শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত কোনো চেকপোস্ট দেখা যায়নি।

কর্মস্থল যাচ্ছেন পারভেজ। তিনি বলেন, আমরা একটু ভয়ে ভয়েই বের হয়েছি, কারণ রাতভর খবরে শুধু আগুনের ঘটনা শুনেছি। তবে রাস্তা এসে স্বাভাবিক দেখলাম।

অটোরিকশা চালক ফারুক বলেন, আমরা আজ সকাল থেকেই ভালো যাত্রী পাচ্ছি। শুনছি আওয়ামী লীগ হরতাল দিছে। কিন্তু কিছু দেখি নাই।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো নাশকতা এড়াতে আমাদের পাঁচ শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সর্বশেষ আপডেট ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের ঢাকা অচলের লকডাউন কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়েনি। ভোর থেকেই স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস কম দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মহাসড়কের কাচপুর সেতু, শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

দেখা গেছে, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। ফলে লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলাজুড়ে ৪৮৩ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে পরিদর্শন করে শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত কোনো চেকপোস্ট দেখা যায়নি।

কর্মস্থল যাচ্ছেন পারভেজ। তিনি বলেন, আমরা একটু ভয়ে ভয়েই বের হয়েছি, কারণ রাতভর খবরে শুধু আগুনের ঘটনা শুনেছি। তবে রাস্তা এসে স্বাভাবিক দেখলাম।

অটোরিকশা চালক ফারুক বলেন, আমরা আজ সকাল থেকেই ভালো যাত্রী পাচ্ছি। শুনছি আওয়ামী লীগ হরতাল দিছে। কিন্তু কিছু দেখি নাই।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো নাশকতা এড়াতে আমাদের পাঁচ শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।