এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ০৭:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 132
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানিয়েছেন।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে এই কর্মসূচি পালন করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
প্রতিবাদকারীদের দাবি, এনসিপির শান্তিপূর্ণ সমাবেশের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এরই প্রতিবাদে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন,
“আওয়ামী লীগ গোপালগঞ্জকে তাদের পুনর্বাসনের জায়গা বানাতে চায়। তবে বাংলার মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই নেই।”
তিনি আরও বলেন, “সারা দেশে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে, জনগণই এর জবাব দেবে।”
আন্দোলনকারীরা জানান, তারা রাজনৈতিক সহিংসতা ও হামলার বিচার চান। প্রায় আধা ঘণ্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ চলার পর, জনদুর্ভোগের কথা চিন্তা করে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
































