ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ও আশপাশের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 46

বিজিবি মোতায়েন। ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী রাখতে অতিরিক্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত দলের তালিকা থেকেও বাদ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

বৈঠকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনা হয় ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে।

প্রধান উপদেষ্টা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এবার ব্যাপক ভোটার উপস্থিতি থাকবে এবং লাখো নতুন তরুণ ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন—যা গত ১৬ বছরের শাসনামলে তিনটি বিতর্কিত নির্বাচনে তারা পাননি।

ঢাকা–লন্ডন বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয় বৈঠকে। ইউনূস বলেন, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান বিমান চলাচল খাতে আরও দৃঢ় অংশীদারিত্বের আহ্বান জানান এবং জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা ও আশপাশের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ আপডেট ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী রাখতে অতিরিক্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত দলের তালিকা থেকেও বাদ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

বৈঠকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনা হয় ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে।

প্রধান উপদেষ্টা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এবার ব্যাপক ভোটার উপস্থিতি থাকবে এবং লাখো নতুন তরুণ ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন—যা গত ১৬ বছরের শাসনামলে তিনটি বিতর্কিত নির্বাচনে তারা পাননি।

ঢাকা–লন্ডন বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয় বৈঠকে। ইউনূস বলেন, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান বিমান চলাচল খাতে আরও দৃঢ় অংশীদারিত্বের আহ্বান জানান এবং জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।