ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 132

রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মা মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আজ সকালে খবর পেয়ে শাহজাহান রোডের ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে। ভবনটির ৭ তলার বাসায় হত্যাকাণ্ডটি ঘটেছে। কি কারণে এই হত্যাকাণ্ড এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

সর্বশেষ আপডেট ০১:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মা মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আজ সকালে খবর পেয়ে শাহজাহান রোডের ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে। ভবনটির ৭ তলার বাসায় হত্যাকাণ্ডটি ঘটেছে। কি কারণে এই হত্যাকাণ্ড এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।