ঢাকায় বিশ্বকাপ ট্রফি
- সর্বশেষ আপডেট ১২:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 60
২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে আসন্ন ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে এসেছে। তবে এই ট্রফি শুধু কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি ট্রফিটি সরাসরি দেখা এবং ছবি তোলার সুযোগ পাবেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসাবে ট্রফিটি ঢাকায় পৌঁছায়। সঙ্গে আসছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। যিনি আর্সেনালের সাবেক খেলোয়াড়।
এদিন সকালে পাকিস্তান ও ভারত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান। ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দর থেকে কড়া পাহারায় ট্রফি নিয়ে যাওয়া হবে হোটেল র্যাডিসন ব্লু’তে।
তবে এবারও পূরণ হচ্ছে না সাধারণ দর্শকদের আশা। বিশ্বকাপের এই ট্রফি উপলক্ষে ২০২২ সালের মতো কনসার্ট বা কোনো প্রদর্শনী হবে না। শুধু কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।


































