ঢাকায় প্রার্থী জেতাতে ভোটার স্থানান্তরের অভিযোগ বিএনপির
- সর্বশেষ আপডেট ০৮:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 45
ঢাকা মহানগরীর বিভিন্ন নির্বাচনি এলাকায় প্রার্থীদের বিজয়ী করতে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটার স্থানান্তরের কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রবিবার ( ১৮ জানুয়ারী) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এসব অভিযোগ তুলে ধরে।
কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল অনৈতিকভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ভোটারের ঠিকানা পরিবর্তন করে তাদের ঢাকা মহানগরীর ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এ বিষয়ে মোট কতজন ভোটার, কোন কোন এলাকা থেকে এবং কোন কোন সংসদীয় আসনে কী কারণে স্থানান্তর হয়েছেন— তার বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং একটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব জানান, দলটি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী বলেই বিএনপি চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিয়মিত আচরণবিধি ভেঙে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া বিভিন্ন নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, ওসি ও অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে একটি দলের পক্ষে কাজ করার অভিযোগ বিএনপি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছে। তদন্ত করে সংশ্লিষ্টদের প্রত্যাহারের পাশাপাশি কমিশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও বিএনপির প্রতীক সঠিকভাবে ছাপানোর পর সেগুলো দ্রুত বিতরণের দাবি জানানো হয়েছে।
































