ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 73

জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি নেমেই দ্রুত হাসপাতালের পথে রওনা হন।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে তিনি বিজি–৩০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। লন্ডনে তাকে বিদায় জানান তার একমাত্র মেয়ে জাইমা রহমান।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে কাতারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, তাদের আমিরের ব্যবহারের জন্য প্রস্তুত একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানো হবে। তবে চিকিৎসকদের সম্মতি না পাওয়া পর্যন্ত সেটি উড়বে না।

শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় আসতে পারেনি। সব প্রস্তুতি ঠিক থাকলে শনিবার তা পৌঁছাতে পারে। তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাআল্লাহ ৭ তারিখেই (রোববার) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বের কারণে ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার সময় কিছুটা পিছিয়ে যাচ্ছে। কারণ, তিনি খালেদা জিয়ার সঙ্গেই যুক্তরাজ্যে ফিরে যাবেন।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিল সমস্যায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি কারামুক্ত হন। এরপর এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।

ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ ধরে তিনি সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

সর্বশেষ আপডেট ১১:৩০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি নেমেই দ্রুত হাসপাতালের পথে রওনা হন।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে তিনি বিজি–৩০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। লন্ডনে তাকে বিদায় জানান তার একমাত্র মেয়ে জাইমা রহমান।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে কাতারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, তাদের আমিরের ব্যবহারের জন্য প্রস্তুত একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানো হবে। তবে চিকিৎসকদের সম্মতি না পাওয়া পর্যন্ত সেটি উড়বে না।

শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় আসতে পারেনি। সব প্রস্তুতি ঠিক থাকলে শনিবার তা পৌঁছাতে পারে। তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাআল্লাহ ৭ তারিখেই (রোববার) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বের কারণে ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার সময় কিছুটা পিছিয়ে যাচ্ছে। কারণ, তিনি খালেদা জিয়ার সঙ্গেই যুক্তরাজ্যে ফিরে যাবেন।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিল সমস্যায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি কারামুক্ত হন। এরপর এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।

ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ ধরে তিনি সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।