ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 33

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১২ জানুয়ারী ) ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে ঢাকা মিশন শুরু করবেন। আগামী দুই দিনে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রটোকল বিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন, এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথগ্রহণ করেন। শপথ গ্রহণ করান ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস। তাকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং ডিসেম্বরে সিনেট অনুমোদন দেয়।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও/মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ছবি
ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও/মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ছবি

লিঙ্কডইনে পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, তিনি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেট অনুমোদন পেয়ে সম্মানিত বোধ করছেন এবং প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। জ্যেষ্ঠ ফরেন সার্ভিস কর্মকর্তা ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে কাজ করেছেন।

তার আগে ঢাকায় সর্বশেষ দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, যিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

সর্বশেষ আপডেট ১০:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১২ জানুয়ারী ) ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে ঢাকা মিশন শুরু করবেন। আগামী দুই দিনে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রটোকল বিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন, এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথগ্রহণ করেন। শপথ গ্রহণ করান ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস। তাকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং ডিসেম্বরে সিনেট অনুমোদন দেয়।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও/মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ছবি
ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও/মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ছবি

লিঙ্কডইনে পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, তিনি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেট অনুমোদন পেয়ে সম্মানিত বোধ করছেন এবং প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। জ্যেষ্ঠ ফরেন সার্ভিস কর্মকর্তা ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে কাজ করেছেন।

তার আগে ঢাকায় সর্বশেষ দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, যিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।