ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় তীব্র শীত, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 73

রাজধানী ঢাকায় আজ শনিবার তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা বিরাজ করছে। এ পরিস্থিতিতেও ঢাকার বাতাসের মান অত্যন্ত খারাপ, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী সকাল ৯টা ১৩ মিনিটে ঢাকার স্কোর ছিল ২৮০, যা বিশ্বের ১২৭টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল (২৯৬ স্কোর)। ভারতের কলকাতা ২৫৫ স্কোরে তৃতীয়, আর দিল্লি ২০২ স্কোরে চতুর্থ স্থানে আছে। এছাড়া চীনের হ্যাংজু ১৬৭ স্কোরে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১–৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

এ অবস্থায় বিশেষভাবে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টের সমস্যাযুক্ত ব্যক্তিদের বাড়ির বাইরে বের হওয়া এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় তীব্র শীত, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

সর্বশেষ আপডেট ০৪:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

রাজধানী ঢাকায় আজ শনিবার তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা বিরাজ করছে। এ পরিস্থিতিতেও ঢাকার বাতাসের মান অত্যন্ত খারাপ, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী সকাল ৯টা ১৩ মিনিটে ঢাকার স্কোর ছিল ২৮০, যা বিশ্বের ১২৭টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল (২৯৬ স্কোর)। ভারতের কলকাতা ২৫৫ স্কোরে তৃতীয়, আর দিল্লি ২০২ স্কোরে চতুর্থ স্থানে আছে। এছাড়া চীনের হ্যাংজু ১৬৭ স্কোরে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১–৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

এ অবস্থায় বিশেষভাবে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টের সমস্যাযুক্ত ব্যক্তিদের বাড়ির বাইরে বের হওয়া এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।