ঢাকায় অবতরণ করতে না পেরে ৪ ফ্লাইট গেল চট্টগ্রামে
- সর্বশেষ আপডেট ০৯:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 285
বৈরী আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৪টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (৩১ মে) বিকেলে মাত্র ৪৫ মিনিটের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণ করে। এছাড়াও, সিলেটে একটি ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে আসে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনভর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক ছিল। তবে বিকেলের দিকে আবহাওয়া বৈরী হয়ে ওঠে। ঢাকায় অবতরণ করতে না পেরে সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট বিকেল ৪টা ৩৩ মিনিটে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।
এছাড়াও কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করা বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট বিকেল ৪টা ৩২ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট বিকেল ৪টা ৪৭ মিনিটে এবং একই এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া আরেকটি ফ্লাইট বিকেল সোয়া ৫টায় চট্টগ্রামে অবতরণ করে। এর আগে, ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেটের উদ্দেশে উড্ডয়ন করলেও বৈরী আবহাওয়ার কারণে সেটি ঢাকায় ফিরে আসে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ঢাকার আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো আবার ঢাকার উদ্দেশে রওনা হবে।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে তাদের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে যাবে। একই দিন সিলেটে অবতরণ করতে না পারলেও, পরে আবহাওয়া স্বাভাবিক হলে সেটি সিলেটে অবতরণ করে।
তিনি আরও বলেন, ইউএস বাংলা যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। এজন্যই ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ না করিয়ে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করানো হয়। তাদের কর্মীরা সার্বক্ষণিকভাবে সেখানে যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছেন।
































