মুক্তিপণ আদায়
ঢাকায় অনলাইনে কাজের প্রলোভন: নারীকে পালাক্রমে ধর্ষণ
- সর্বশেষ আপডেট ১১:৩৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 217
ঢাকার ডেমরার কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ৩২ বছর বয়সি এক নারী অনলাইনে কাজের প্রলোভনে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের পর তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা আদায় করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় শনিবার (২ আগস্ট) ডেমরা থানায় মামলা দায়ের করেন ওই নারী। মামলায় অজ্ঞাত চার পুরুষ এবং সুমি ওরফে সিমা (২২) নামে এক নারী প্রতারকের নাম উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, ১ আগস্ট (বৃহস্পতিবার) মিরপুর থেকে অনলাইনে কাজ দেওয়ার কথা বলে ওই নারীকে ডেমরায় ডেকে আনে সিমা। পরে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে স্টাফ কোয়ার্টারে আসতে বলে। সেখানে নিয়ে গিয়ে প্রথমে হোটেলে খাওয়ানোর পর কোনাপাড়া পুলিশ ফাঁড়ির পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়, যেখানে আরও তিনজন পুরুষ উপস্থিত ছিলেন।
ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, অভিযুক্তরা ওই নারীকে ‘শর্ট ভিডিওর অভিনয়’ করার কথা বলে চুল এলোমেলো করতে বলেন। তখনই তার হাত-পা বেঁধে চারজন পালাক্রমে ধর্ষণ করে। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নির্যাতন চলে।
পরে তার ও মায়ের মোবাইল নম্বরে ফোন দিয়ে বিকাশে ৩১ হাজার টাকা আদায় করে ধর্ষকরা এবং ৩০ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। এরপর ওই রাতেই তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ওসি জানান, ভুক্তভোগীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।



































