ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮
- সর্বশেষ আপডেট ০৪:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 53
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
বিভাগ অনুযায়ী ভর্তি রোগীর সংখ্যা: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৮৩, চট্টগ্রাম ১৩৪, ঢাকা ১২১, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮১, খুলনা ১১২, ময়মনসিংহ ৪৪, রাজশাহী ৪৮, রংপুর ১৯ ও সিলেট ৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১,১১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৭,৪৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০,২৬৪ জন। এর মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৩৬৪ জন।
তুলনামূলকভাবে, ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু এবং ১,০১১,২১৪ জন আক্রান্ত হয়েছিল। ২০২৩ সালে এই সংখ্যা যথাক্রমে ১,৭০৫ মৃত্যু ও ৩,২১,১৭৯ ভর্তি রোগী।































