ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে দুজন মারা গেছেন, হাসপাতালে ভর্তি ৭১৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 113

প্রতীকী ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছে না। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শতশত রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন এবং ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১,৪০৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে—বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

মৃত দুজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ৬৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৪৮,৬৬৭ জন আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন সর্বোচ্চ ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গুতে দুজন মারা গেছেন, হাসপাতালে ভর্তি ৭১৫

সর্বশেষ আপডেট ০৫:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছে না। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শতশত রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন এবং ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১,৪০৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে—বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

মৃত দুজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ৬৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৪৮,৬৬৭ জন আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন সর্বোচ্চ ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন।