ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৬:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 115
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এই তথ্য জানা গেছে।
ড্যাশবোর্ড অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটিতে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে তিনজন, এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন।
মৃতদের মধ্যে চারজনের বয়স ২০ বছরের কম, আর চারজনের বয়স ৪০ বছরের বেশি। নিহতদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান, প্রতিটি পাঁচজন।
হাসপাতালে ভর্তি হওয়া ১,০৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু রয়েছে ৫৮ জন। বয়সভিত্তিতে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ২১ থেকে ২৫ বছরের তরুণরা।
চলতি সপ্তাহে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু এবং ৪,৪৭৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে।
































