ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 75
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ২০১ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে ৭২, ময়মনসিংহ বিভাগে ৪১ জন ও রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছে।
সংস্থাটির সর্বশেষ তথ্যানুযায়ী, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে রাজধানী ঢাকায় এখনো সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। আক্রান্তদের অনেকেই এখনো বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের তুলনায় এ সময়ে ডেঙ্গু সংক্রমণ কিছুটা বেড়েছে। সংস্থা সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছে।




































