ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৭:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 130

প্রতীকী ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। একই সময়ে নতুন করে ১১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এ বছর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৪০ জনে।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ডেঙ্গু সংক্রান্ত মৃত্যুর সর্বোচ্চ ঘটনা সেপ্টেম্বর মাসে ঘটেছে, যেখানে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি- ১৫,৮৬৬ জন ভর্তি হয়েছেন। অন্যান্য মাসের ভর্তি সংখ্যা যথাক্রমে: জানুয়ারি ১,১৬১, ফেব্রুয়ারি ৩৭৪, মার্চ ৩৩৬, এপ্রিল ৭০১, মে ১,৭৭৩, জুন ৫,৯৫১, জুলাই ১০,৬৮৪, অগাস্ট ১০,৪৯৬।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি

সর্বশেষ আপডেট ০৭:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। একই সময়ে নতুন করে ১১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এ বছর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৪০ জনে।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ডেঙ্গু সংক্রান্ত মৃত্যুর সর্বোচ্চ ঘটনা সেপ্টেম্বর মাসে ঘটেছে, যেখানে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি- ১৫,৮৬৬ জন ভর্তি হয়েছেন। অন্যান্য মাসের ভর্তি সংখ্যা যথাক্রমে: জানুয়ারি ১,১৬১, ফেব্রুয়ারি ৩৭৪, মার্চ ৩৩৬, এপ্রিল ৭০১, মে ১,৭৭৩, জুন ৫,৯৫১, জুলাই ১০,৬৮৪, অগাস্ট ১০,৪৯৬।