ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 85

ডিবি পরিচয়ে তুলে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি উপজেলার আব্দুর রহিমের ছেলে ইব্রাহিম (৩৪), যিনি ঢাকায় ডাব ও বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবসা করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর রাত ৩টার দিকে ইব্রাহিম তার চাচাতো ভাই ও পিকআপচালক মো. হোসেনের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে ভাটিয়াপাড়া এলাকার একটি হোটেলে খাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাদের প্রাইভেটকারে তুলে নিয়ে যান। তাদের হাত-পা বেঁধে হোসেনকে মারধর করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিমকে নিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়।

পিকআপচালক হোসেন জানান, তাঁরা হোটেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিরা তাদের ধরে নিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ইব্রাহিমের পরিবারের দাবি, ডিবি পরিচয়ে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই ফরহাদ মোল্যা বলেন, “আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত ও কঠোর শাস্তি চাই। হোটেলের সিসিটিভি ফুটেজ অপরাধীদের ধরতে সাহায্য করবে।”

বোয়ালমারী থানার উপপরিদর্শক শিমুল জানিয়েছেন, শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। নিহতের ভাই হত্যার মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের শনাক্তের জন্য তদন্ত করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিবি পরিচয়ে তুলে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি উপজেলার আব্দুর রহিমের ছেলে ইব্রাহিম (৩৪), যিনি ঢাকায় ডাব ও বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবসা করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর রাত ৩টার দিকে ইব্রাহিম তার চাচাতো ভাই ও পিকআপচালক মো. হোসেনের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে ভাটিয়াপাড়া এলাকার একটি হোটেলে খাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাদের প্রাইভেটকারে তুলে নিয়ে যান। তাদের হাত-পা বেঁধে হোসেনকে মারধর করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিমকে নিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়।

পিকআপচালক হোসেন জানান, তাঁরা হোটেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিরা তাদের ধরে নিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ইব্রাহিমের পরিবারের দাবি, ডিবি পরিচয়ে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই ফরহাদ মোল্যা বলেন, “আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত ও কঠোর শাস্তি চাই। হোটেলের সিসিটিভি ফুটেজ অপরাধীদের ধরতে সাহায্য করবে।”

বোয়ালমারী থানার উপপরিদর্শক শিমুল জানিয়েছেন, শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। নিহতের ভাই হত্যার মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের শনাক্তের জন্য তদন্ত করছে।