ডিবি পরিচয়ে ডাকাতি, গুলিস্তান থেকে আটক ৭
- সর্বশেষ আপডেট ০৪:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 72
রাজধানীর তাঁতিবাজারে স্বর্ণ কেনাবেচা করতে আসা ব্যবসায়ী ও ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের লক্ষ্যবস্তু বানাতো এক সংঘবদ্ধ ডাকাতচক্র। নিজেদের পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্য পরিচয় দিয়ে তারা ডাকাতি করতো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার রাতে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকার পাশ থেকে এই চক্রের সাত সদস্যকে আটক করে পুলিশ। তবে আরও চার-পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন; চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ, কামাল হাওলাদার, আব্দুর রহমান হাওলাদার, মেহেদী হাসান ওরফে হাসান, বাবুল হাওলাদার, রমিজ তালুকদার ও জান্নাতুল ফেরদৌস। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ডিবির পোশাক, ওয়াকিটকি, ভুয়া পরিচয়পত্র, হাতকড়া, খেলনা পিস্তল, পকেট রাউটার, মোবাইল ফোন এবং লেজার লাইট উদ্ধার করা হয়।
ডিসি মাসুদ আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক গ্রাহকদের টার্গেট করে আসছিল। বুধবার রাতে তারা গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার পুলিশ অভিযান চালালে সাতজন ধরা পড়ে, বাকিরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নথি অনুযায়ী দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমানের নামে ৩টি, মেহেদী হাসানের নামে ৪টি, বাবুল হাওলাদারের নামে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতির মামলা চলমান। ঘটনাটি নিয়ে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে।
































