ডিএসসিসি: ৪০ দিন গাড়ি বন্ধ তাও তোলা হয়েছে জ্বালানি খরচ
- সর্বশেষ আপডেট ০২:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 108
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জ্বালানি তেলের ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক কর্মকর্তারা। রোববার ৭ সেপ্টম্বর দুপুরে নগর ভবনে, অভিযান পরিচালনা করছে দুদকের কর্মকর্তারা। ৪০ দিন বন্ধ থাকলেও কোটি টাকার তেল খরচ দেখানো হয়।
ডিএসসিসির পরিবহন বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম মোর্শেদ বলেন, দুদকের দলকে নথি সরবরাহ করা হয়েছে; তারাই বিষয়টি খতিয়ে দেখবেন।
দুদকের সহকারী পরিচালক একরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে তারা অর্থলোপাটের তথ্য পেয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ অনুযায়ী, সরকারি গাড়িগুলি বাস্তবে ব্যবহার না হলেও নথিতে দৈনিক জ্বালানি খরচ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে এবং পরে তা আত্মসাৎ করা হয়েছে।
এদিন দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আন্দোলনের কারণে নগর ভবন ৪০ দিন বন্ধ ছিল।
অথচ সেই সময় ডিএসসিসির কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির তেল প্রতিদিন ১৪-১৫ লিটার খরচ দেখানো হয়েছে। কর্মকর্তাদের অনেকে অফিসে আসেননি, ফলে প্রশ্ন উঠেছে, তেলটি কীভাবে ব্যবহৃত হলো।
































