ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সদস্যদের প্রতি ডিএমপি কমিশনারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 37

ডিএমপি কমিশনার মাসিক অপরাধ সভা

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিহীন নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি বলেন, নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে, তাই কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ যেন না ওঠে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই সবাই যেন আচরণবিধি যথাযথভাবে মেনে কাজ করে এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ ব্যাহত করতে না পারে, সে দিকে খেয়াল রাখে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা বলেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম সতর্ক করেছেন, দূষ্কৃতিকারীদের চিহ্নিত করে নির্বাচনের সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন। সভায় অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী কমিশনারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ সদস্যদের প্রতি ডিএমপি কমিশনারের সতর্কবার্তা

সর্বশেষ আপডেট ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিহীন নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি বলেন, নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে, তাই কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ যেন না ওঠে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই সবাই যেন আচরণবিধি যথাযথভাবে মেনে কাজ করে এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ ব্যাহত করতে না পারে, সে দিকে খেয়াল রাখে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা বলেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম সতর্ক করেছেন, দূষ্কৃতিকারীদের চিহ্নিত করে নির্বাচনের সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন। সভায় অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী কমিশনারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।