শিরোনাম
ডাকসু নির্বাচন: বাম সংগঠনগুলোর জোটবদ্ধ প্যানেল ঘোষণা
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৮:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 296
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোটবদ্ধভাবে প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শামসুন্নাহার হলের ভিপি হিসেবে দায়িত্ব পালন করা শেখ ইতি আফরোজ ইমি। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু।
সেপ্টেম্বরের ৯ তারিখে অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনের জন্য ১৯ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের পরে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট প্রকাশিত হবে। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।
































