ডাকসু নির্বাচন নিয়ে আ.লীগের সাথে আতাঁত করেছে শিবির: মির্জা আব্বাস
- সর্বশেষ আপডেট ১০:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 195
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের জয়ের পেছনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর দাবি, ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির, ফলে বিএনপি পরিকল্পিতভাবে হারিয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন। আমি কিন্তু বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এল, হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির।’
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিএনপিই নিরাপদ দল। তবে বিএনপির ছেলেদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, তারেক রহমান পরিষ্কার বলেছেন—দলে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই, এখনই নিজেকে সংশোধন না করলে ব্যবস্থা নেওয়া হবে।
ডাকসুর নবনির্বাচিত কমিটিকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘যেভাবেই হোক, আমি এই কমিটিকে স্বাগত জানাই। আশা করি তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে এবং তাদের জ্যেষ্ঠ নেতাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান প্রমুখ।
গতকাল অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। পাশাপাশি ভিপি, জিএস ও এজিএস পদেও বিজয়ী হয়েছেন শিবির–সমর্থিত প্রার্থীরা।
































