ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভকামনা জানানো ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৭:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 283

মোহাম্মদ মোজাফফর হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে প্রত্যাহার হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওসি মোজাফফর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে সমালোচনার মুখে পড়েন। সোমবার গভীর রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘২১, ১৭ ও ০৮’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন, যা ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর প্রতীকী নম্বর হিসেবে ধরা হয়। ক্যাপশনে লেখা ছিল— “মেধাবীদের জন্য শুভকামনা”।

সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন আইনত নিষিদ্ধ হলেও এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং গণমাধ্যমেও খবর হয়।

তবে ওসি মোজাফফর দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। শেষ পর্যন্ত সমালোচনার প্রেক্ষিতে তাকে সদর মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভকামনা জানানো ওসি প্রত্যাহার

সর্বশেষ আপডেট ০৭:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে প্রত্যাহার হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওসি মোজাফফর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে সমালোচনার মুখে পড়েন। সোমবার গভীর রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘২১, ১৭ ও ০৮’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন, যা ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর প্রতীকী নম্বর হিসেবে ধরা হয়। ক্যাপশনে লেখা ছিল— “মেধাবীদের জন্য শুভকামনা”।

সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন আইনত নিষিদ্ধ হলেও এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং গণমাধ্যমেও খবর হয়।

তবে ওসি মোজাফফর দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। শেষ পর্যন্ত সমালোচনার প্রেক্ষিতে তাকে সদর মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।