ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 172

ডাকসু নির্বাচন

ছয় বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ডাকসুর অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা।

নয়ই সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩০শে জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ই আগস্ট।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ই আগস্ট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ সময় ১৯শে আগস্ট।

২৫ শে অগাস্ট দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১শে অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬শে অগাস্ট। নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণের পরপরই ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে। এবার হলের বাইরে ছয়টি কেন্দ্রে প্রথমবারের মত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হয় ডাকসু।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

সর্বশেষ আপডেট ০৫:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ছয় বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ডাকসুর অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা।

নয়ই সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩০শে জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ই আগস্ট।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ই আগস্ট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ সময় ১৯শে আগস্ট।

২৫ শে অগাস্ট দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১শে অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬শে অগাস্ট। নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণের পরপরই ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে। এবার হলের বাইরে ছয়টি কেন্দ্রে প্রথমবারের মত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হয় ডাকসু।