শিরোনাম
ডাকসুতে শিবিরের জয়
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৯:২৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 99
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বিশাল ব্যবধানে জয় পেয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস—এই তিনটি শীর্ষ পদই দখল করেছে তাদের প্রার্থীরা। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।
শীর্ষ তিন পদের ফলাফল
- সহ-সভাপতি (ভিপি):
মো. আবু সাদিক (সাদিক কায়েম) – ১৪,০৪২ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান – ৫,৭০৮ ভোট - সাধারণ সম্পাদক (জিএস):
এস এম ফরহাদ – ১০,৭৯৪ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত হামীম – ৫,২৮৩ ভোট - সহকারী সাধারণ সম্পাদক (এজিএস):
মহিউদ্দিন খান – ১১,৭৭২ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ – ৫,০৬৪ ভোট
নির্বাচনের প্রেক্ষাপট
- ভোটগ্রহণ: সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
- ভোটকেন্দ্র: বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০ বুথ।
- ভোটার: প্রায় ৪০ হাজার শিক্ষার্থী তালিকাভুক্ত।
- পদ: ডাকসু কেন্দ্রে ২৮টি এবং হল সংসদে ১৩টি পদে নির্বাচন।
ভোট কাস্টের হার
হলভিত্তিক ভোটকাস্টের হার উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
- সর্বোচ্চ: সূর্যসেন হল – ৮৮%
- নিকটতম: শেখ মুজিবুর রহমান হল – ৮৭%, কবি জসীম উদ্দীন হল – ৮৬%
- সর্বনিম্ন: শামসুন নাহার হল – ৬৩.৬৭%, কবি সুফিয়া কামাল হল – ৬৪%
প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংখ্যা
- ভিপি পদে: ৪৫ জন প্রার্থী
- জিএস পদে: ১৯ জন প্রার্থী
- এজিএস পদে: ২৫ জন প্রার্থী
স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্যানেল ডাকসুর তিনটি শীর্ষ পদে জয়লাভ করল।
































