ডন ও সামিরা এখন কোথায়?
- সর্বশেষ আপডেট ১০:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 241
প্রয়াত ঢালিউড তারকা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালত এই ঘটনাকে হত্যা মামলা হিসেবে বিচার করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ষষ্ঠ অতিরিক্ত বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি রমনা থানায় তদন্তের জন্য পাঠানোর আদেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে শুরু থেকেই নানা বিতর্ক ও প্রশ্ন ওঠে, কিন্তু এত বছরেও কোনো কার্যকর তদন্ত হয়নি। এবার নতুন করে মামলা করেন সালমানের মামা আলমগীর কুমকুম। এতে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, এটি আত্মহত্যা নয়—একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার মা নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন, তারা হত্যার মামলা করতে চাইলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ জানিয়েছিল, তদন্তে যদি হত্যার প্রমাণ মেলে, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপ নেবে।
পরিবারের অভিযোগের কেন্দ্রবিন্দু ছিলেন সালমানের স্ত্রী সামিরা। তবে সামিরা সবসময়ই এ অভিযোগ অস্বীকার করেছেন।
সম্প্রতি একটি জাতীয় দৈনিক জানায়, আদালতের আদেশ জারির আগে পর্যন্ত সামিরার সঙ্গে তাদের যোগাযোগ ছিল। কিন্তু মামলার নতুন নির্দেশ জারির পর গত চার দিন ধরে সামিরার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ, হোয়াটসঅ্যাপেও কোনো সাড়া মিলছে না।
একইভাবে মামলার অপর অভিযুক্ত অভিনেতা ডন হককেও পাওয়া যাচ্ছে না। সাংবাদিকেরা কয়েক দিন ধরে তার সঙ্গে ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো উত্তর দেননি।
এই ঘটনার ফলে নতুন করে প্রশ্ন উঠছে—দীর্ঘ ২৯ বছর পর পুনরায় আলোচনায় আসা সালমান শাহ হত্যা মামলার আসামিরা এখন কোথায়?
































