ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে ক্যাটাগরি নয়
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 263
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তাদের অধীন দপ্তর ও সংস্থাগুলোর ক্রয় এবং সেবা কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পাদনের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো ধরনের ক্যাটাগরি (যেমন—এ, বি, সি শ্রেণি) ছাড়া, ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) অনুযায়ী ঠিকাদারদের তালিকাভুক্ত করতে হবে।
চলতি বছরের ২৯ জুলাই মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়সামিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। চিঠিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ ১২টি দপ্তর বা সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে অতীতে প্রয়োগ করা শ্রেণিবিন্যাসের নিয়ম তুলে দেওয়া হয়েছে। এর ফলে সব যোগ্য প্রতিষ্ঠান পিপিআর-এর মানদণ্ড অনুযায়ী সমান সুযোগে তালিকাভুক্ত হতে পারবে।
এই সিদ্ধান্তের ফলে সরকারি নির্মাণ ও সেবা কার্যক্রমে প্রতিযোগিতা বাড়বে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
































