রেলের কর্মচারী আটক
ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষণের অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৫:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 255
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রেলের পিএ অপারেটর মো. সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে কমলাপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ।
জানা যায়, কুড়িগ্রাম জেলার বাসিন্দা এক নারী যাত্রী ট্রেনের টয়লেটে প্রবেশ করলে সেখানে কর্তব্যরত পিএ অপারেটর সাইফুল ইসলাম (গাইবান্ধা জেলার বাসিন্দা) তার ওপর যৌন নির্যাতন চালায়। পরে ওই নারী ট্রেনে দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের সদস্যদের ঘটনাটি জানান। তার সহায়তায় তাৎক্ষণিকভাবে সাইফুলকে আটক করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে ভুক্তভোগী নারী ও অভিযুক্ত সাইফুলকে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করা হবে। পরে তাদের ঢাকায় কমলাপুর জিআরপি থানায় নিয়ে গিয়ে মামলাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
































