ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

ট্রুথ কমিশন গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 182

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ জুন) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে আইন উপদেষ্টার বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে স্পষ্ট করে জানানো হচ্ছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি।

আইন উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, “যথাসময়ে রাজনৈতিক দল, ছাত্রনেতা এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা পূর্ববর্তী বক্তব্যগুলোতেও স্পষ্ট করেছেন, ২০২৫ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার পর এবং দোষী রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে অনুশোচনা প্রকাশ করা হলে কমিশন গঠনের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে।

তাঁর মতে, যারা গণহত্যায় যুক্ত ছিল, তাদেরকে জাতি থেকে আলাদা ও পরিত্যাজ্য হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যেও কমিশন গঠনের প্রয়োজন হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

ট্রুথ কমিশন গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

সর্বশেষ আপডেট ০২:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ জুন) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে আইন উপদেষ্টার বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে স্পষ্ট করে জানানো হচ্ছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি।

আইন উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, “যথাসময়ে রাজনৈতিক দল, ছাত্রনেতা এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা পূর্ববর্তী বক্তব্যগুলোতেও স্পষ্ট করেছেন, ২০২৫ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার পর এবং দোষী রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে অনুশোচনা প্রকাশ করা হলে কমিশন গঠনের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে।

তাঁর মতে, যারা গণহত্যায় যুক্ত ছিল, তাদেরকে জাতি থেকে আলাদা ও পরিত্যাজ্য হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যেও কমিশন গঠনের প্রয়োজন হতে পারে।