ট্রাম্পের নোবেল ভাগ্য নির্ধারণ করছেন কারা?
- সর্বশেষ আপডেট ১২:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 134
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ বছর নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। শুক্রবার নরওয়ের অসলোতে ঘোষণা করা হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের বিজয়ীর নাম। বিজয়ী নির্ধারণ করবেন নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি।
কমিটির সদস্যরা নরওয়ের সংসদ দ্বারা নির্বাচিত হন এবং ছয় বছরের জন্য দায়িত্ব পালন করেন। এবার কমিটিতে রয়েছেন;
১. ইয়রগেন ওয়াতনে ফ্রিডনেস
৪১ বছর বয়সী ফ্রিডনেস কমিটির চেয়ারম্যান। মানবাধিকারকর্মী ও পেন নরওয়ের সাবেক মহাসচিব। উটোয়া হামলার পর দ্বীপটি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন।
২. আসলে তোয়ে
কমিটির সহসভাপতি। রক্ষণশীল মনোভাবাপন্ন ও নরওয়ের কনজারভেটিভ গবেষক। ট্রাম্প সম্পর্কে তুলনামূলকভাবে সহনশীল অবস্থানে আছেন।
৩. অ্যান এঙ্গার
৭৫ বছর বয়সী সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নরওয়ের সেন্টার পার্টির নেতা। একসময় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিরোধিতা করেছিলেন।
৪. ক্রিস্টিন ক্লেমেট
কনজারভেটিভ পার্টির রাজনীতিক ও সাবেক শিক্ষামন্ত্রী। ট্রাম্পের সমালোচক; তিনি লিখেছেন, “ট্রাম্প আমেরিকার গণতন্ত্রকে ভেঙে দিচ্ছেন।”
৫. গ্রি লার্সেন
সাবেক পররাষ্ট্র উপসচিব ও মানবাধিকারকর্মী। নারী অধিকার সংস্থা কেয়ার নরওয়ের প্রধান ছিলেন। ট্রাম্পের বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্তের তীব্র সমালোচক।
ট্রাম্প দাবি করছেন, তিনি বিশ্বের আটটি যুদ্ধ শেষ করেছেন এবং পুরস্কার না পেলে তা আমেরিকার জন্য অপমান হবে। তবে কমিটির চেয়ারম্যান ফ্রিডনেস স্পষ্ট করেছেন, কোনো রাজনৈতিক চাপ নয়, ন্যায্যতা ও শান্তির অবদানের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্পের পাশাপাশি রয়েছে সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস এবং রুশ নেতা নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনয়া। পুরস্কার শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে ঘোষণা করা হবে।
সূত্র: আল জাজিরা
































