ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের ঘোষণা: বন্ধু ভারতকে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 189

ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত আমার ভালো বন্ধু, কিন্তু তবুও তাদেরও ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।”

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে বাণিজ্য করা কঠিন। তারা অতিরিক্ত শুল্ক আরোপ করে। বিশ্বের মধ্যে ভারত অন্যতম বেশি শুল্ক আরোপকারী দেশ।”

তিনি দাবি করেন, ভারতীয় বাজারে মার্কিন পণ্য প্রবেশে নানা বাধা রয়েছে। তবে ভারত সম্প্রতি এমন এক প্রস্তাব দিয়েছে, যেখানে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক না নেওয়ার কথা বলেছে।

ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য যেসব বৈদেশিক বাজার এতদিন বন্ধ ছিল, সেগুলো উন্মুক্ত করা। এই প্রেক্ষাপটে তিনি বলেছেন, বাণিজ্য চুক্তিতে আরও ভারসাম্য আনতে হবে।

যদিও ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, তবু আশা রয়েছে বলে জানান ভারতের বাণিজ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ১ আগস্টের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

এর আগে ২ এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেন, যা ৯ জুলাই সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে এখন আবার নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, “ভারত কিছু খাত খুলতে রাজি। আমরা তাদের আগ্রহ দেখছি এবং আরও আলোচনার প্রয়োজন রয়েছে।”

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এক সাক্ষাৎকারে বলেন, ১ আগস্টের পরও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলবে, তবে নতুন শুল্ক ব্যবস্থা তখন থেকেই কার্যকর হবে।

মার্কিন বাণিজ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্র ভারত থেকে ৮৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, আর রপ্তানি করেছে ৪২ বিলিয়ন ডলারের পণ্য। ভারত থেকে আমদানিকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওষুধ, মোবাইল ও অন্যান্য যোগাযোগযন্ত্র এবং পোশাক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পের ঘোষণা: বন্ধু ভারতকে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক

সর্বশেষ আপডেট ০৮:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত আমার ভালো বন্ধু, কিন্তু তবুও তাদেরও ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।”

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে বাণিজ্য করা কঠিন। তারা অতিরিক্ত শুল্ক আরোপ করে। বিশ্বের মধ্যে ভারত অন্যতম বেশি শুল্ক আরোপকারী দেশ।”

তিনি দাবি করেন, ভারতীয় বাজারে মার্কিন পণ্য প্রবেশে নানা বাধা রয়েছে। তবে ভারত সম্প্রতি এমন এক প্রস্তাব দিয়েছে, যেখানে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক না নেওয়ার কথা বলেছে।

ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য যেসব বৈদেশিক বাজার এতদিন বন্ধ ছিল, সেগুলো উন্মুক্ত করা। এই প্রেক্ষাপটে তিনি বলেছেন, বাণিজ্য চুক্তিতে আরও ভারসাম্য আনতে হবে।

যদিও ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, তবু আশা রয়েছে বলে জানান ভারতের বাণিজ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ১ আগস্টের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

এর আগে ২ এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেন, যা ৯ জুলাই সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে এখন আবার নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, “ভারত কিছু খাত খুলতে রাজি। আমরা তাদের আগ্রহ দেখছি এবং আরও আলোচনার প্রয়োজন রয়েছে।”

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এক সাক্ষাৎকারে বলেন, ১ আগস্টের পরও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলবে, তবে নতুন শুল্ক ব্যবস্থা তখন থেকেই কার্যকর হবে।

মার্কিন বাণিজ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্র ভারত থেকে ৮৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, আর রপ্তানি করেছে ৪২ বিলিয়ন ডলারের পণ্য। ভারত থেকে আমদানিকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওষুধ, মোবাইল ও অন্যান্য যোগাযোগযন্ত্র এবং পোশাক।