হত্যাকারী এখনো গ্রেফতার হয়নি
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত
- সর্বশেষ আপডেট ১০:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 706
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ৩১ বছর বয়সী কার্ককে উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে টার্নিং পয়েন্ট ইউএসএর একটি অনুষ্ঠানে গুলি করা হয়। পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত হামলা।

প্রেসিডেন্ট ট্রাম্পের শোক
প্রেসিডেন্ট ট্রাম্প শোকবার্তায় লিখেছেন, “দারুণ ও কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। তরুণ সমাজকে এতটা বুঝতে বা ভালোবাসতে আর কেউ পারেনি।”
কার্ক ২০১২ সালে মাত্র ১৮ বছর বয়সে টার্নিং পয়েন্ট ইউএসএ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির লক্ষ্য ছিল তরুণদের মধ্যে আর্থিক দায়িত্বশীলতা, মুক্তবাজারনীতি ও সীমিত সরকারের ধারণা ছড়িয়ে দেওয়া। বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ৮৫০টিরও বেশি কলেজে সংগঠনটির কার্যক্রম রয়েছে।
কার্কের নেতৃত্বে টার্নিং পয়েন্ট রিপাবলিকান প্রার্থীদের ভোট সংগঠনে বড় ভূমিকা রাখে। বিশেষ করে অ্যারিজোনায় ট্রাম্পের পক্ষে ফল ঘোরাতে তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।
চার্লি কার্কের সঙ্গে ট্রাম্প পরিবারের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। তিনি প্রায়ই হোয়াইট হাউসের অতিথি হতেন। ট্রাম্প জুনিয়রের সঙ্গেও তিনি নানা রাজনৈতিক সফরে যোগ দেন। সম্প্রতি তাঁরা একসঙ্গে গ্রিনল্যান্ড সফর করেন।
শিকাগোর প্রস্পেক্ট হাইটসে বেড়ে ওঠা কার্ক কলেজ শেষ করতে পারেননি। তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে মন দেন। মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে ভর্তির চেষ্টা করেছিলেন, তবে ব্যর্থ হন। পরে তিনি এ ঘটনাকে হাস্যরসের সঙ্গে উল্লেখ করতেন।
তাঁর দৈনিক পডকাস্ট ও সামাজিক মাধ্যমে উপস্থিতি তাঁকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলে। সেখানে তিনি জলবায়ু পরিবর্তন, ধর্ম, পরিবার ও ট্রান্সজেন্ডার পরিচয়সহ নানা ইস্যুতে খোলামেলা বিতর্কে অংশ নিতেন। এমনকি অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসামূলক বক্তব্যও বাজানো হতো।
রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তিনি ছিলেন দৃঢ় রক্ষণশীল। কোভিড-১৯ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। ২০২০ সালের নির্বাচন চুরি হয়েছে বলেও দাবি করেছিলেন। বন্দুক নিয়ন্ত্রণ ইস্যুতেও তাঁর অবস্থান ছিল স্পষ্ট। তিনি বলেছিলেন, “দ্বিতীয় সংশোধনী বজায় রাখতে প্রতিবছর কিছু প্রাণহানি দুঃখজনক হলেও মেনে নিতে হবে।”
তবুও, তরুণদের সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার জন্য অনেকে তাঁকে প্রশংসা করতেন। রক্ষণশীল নেতা উইলিয়াম উলফ লিখেছেন, “তাঁর প্রকল্প ছিল বিভাজন দূর করা। সহিংসতার বদলে কথোপকথনই ছিল তাঁর হাতিয়ার।”
ব্যক্তিগত জীবনে কার্ক ছিলেন ধর্মপ্রাণ খ্রিস্টান। তিনি মিস অ্যারিজোনা খেতাবজয়ী এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান রয়েছে।
চার্লি কার্কের মৃত্যুতে মার্কিন রক্ষণশীল রাজনীতিতে বড় শূন্যতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।




































